11.8 C
New York
Wednesday, October 29, 2025

Buy now

সবার আগে ফাইনালে পৌছালো টাইগার যুবারা

ইংল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা। গতকাল স্বাগতিক ইংল্যান্ডকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

বৃহস্পতিবার বিলেরিকায়ের টবি হউ গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭.১ ওভারে ২২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। যদিও ৪০ ওভারেই ২০৫ রান তুলে ফেলে বাংলাদেশ। এসময় ১১৩ বল থেকে ১৬ চার ও ২ ছক্কায় ১১৭ রানে তানজিদ আউট হলে খেই হারায় তারা। বাকি ১৯ রান তুলতেই শেষ সাতটি উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১৫২ রানের গুটিয়ে যায় ইংলিশ যুবারা। ইংলিশদের হয়ে হেনসে ৪০ ও বেন ৩০ রানে করেন। তবে বাকিদের ব্যর্থতায় ৩৯ ওভারের বেশি ক্রিজে দাঁড়াতে পারেনি।

বাংলাদেশের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান। এছাড়া শাহীন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ২টি করে উইকেট।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ছয় ম্যাচে চারটি জয় ও পরিত্যাক্ত ম্যাচে বাংলাদেশে সংগ্রহ ৯ পয়েন্ট। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার দৌঁড়ে ফেবারিট ভারত। পাঁচ ম্যাচে থেকে তাদের সংগ্রহ পাঁচ পয়েন্ট। স্বাগতিক ইংল্যান্ডের ২ পয়েন্ট।

আগামী সোমবার (৫ আগস্ট) এই ইংল্যান্ডের বিপক্ষেই সপ্তম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর সাত আগস্ট ভারতের যুবা এবং ১১ আগস্ট ফাইনাল খেলবে আকবর আলিরা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles