ক্যারিয়ারের প্রায় ১৭ বছর পর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হন তিনি। এমনকি তাকে দিতে হচ্ছে পরীক্ষাও। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো থেকে এ তথ্য জানা যায়।
ক্রিকইনফোর তথ্যমতে, অনুমোদিত একটা জায়গায় বোলিংয়ের পরীক্ষা দেওয়ার জন্য সাকিবের আলাপ চলছে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই সাকিবের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম সাকিবকে দিতে হচ্ছে এই পরীক্ষা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)
এ নিয়ে চারদিকে নানা আলোচনা-সমালোচনা। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন স্বাভাবিক নিয়মের কথা তুলে ধরে বলেন, ‘স্বাভাবিক নিয়মে কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে, সেখানে যে কোনো ক্রিকেটারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে, সবার আগে জানবে সংশ্লিষ্ট দুই দেশ ওই ম্যচ বা সিরিজে অংশ নিচ্ছে সেই দুই দেশের ক্রিকেট বোর্ড এবং তারা সে অনুযায়ী ব্যবস্থাও নেবে।’
ভিন্ন ঘরোয়া ক্রিকেটের বিষয় যেহেতু, সেহেতু সেটা তাদের বিষয় উল্লেখ করে সুজন বলেন, ‘যেহেতু এটা অন্য টেরিটোরিতে বা একটা দেশের ডমেস্টিক ক্রিকেটের ঘটনা এবং এটা কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়, সে ক্ষেত্রে ওই ডমেস্টিক ক্রিকেটটা যে দেশের বোর্ডের, তারাই শুধু জানবে বা তাদেরই জানার এখতিয়ার।’
প্রধান নির্বাহী নিজে কিংবা বিসিবি এ বিষয়ে কিছু জানে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না বা এখনও পর্যন্ত কোনো মাধ্যম থেকে শুনিনি যে সাকিব রিপোর্টেড হয়েছে। তবে, যদি সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে ইংলিশ কাউন্টির সমারসেট ও সারের ম্যাচের কোনো আম্পায়ার প্রশ্ন তোলেন, তাহলে সেটা শুধু ইসিবিই জানবে। আমাদের জানানোটা তাদের জন্য বাধ্যতামূলক নয়। সে রকম কিছু হয়ে থাকলে সেটা আমাদের তথা বিসিবির নোটিশে আসার কথা নয়।’
আরও পড়ুন: বিপিএল মাতাতে আসছেন হলিউড তারকারা!
‘তবে আমি আবারও বলছি, ইংলিশ কাউন্টির ব্যাপারটা বিসিবিকে না জানানোরই কথা। ফলে, সেখানে তেমন কোনো ঘটনা (সাকিবের সন্দেহজনক বোলিং) ঘটেছে বলে জানি না। এ কারণে সাকিব রিপোর্টেড হয়েছে কি না সেটা বলতে পারছি না। আবার রিপোর্টেড হননি তাও বলতে পারছি না। কারণ আমি জানি না। যদি সত্যিই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারের কোনোরকম কোনো সন্দেহ থাকে, বা প্রশ্নবিদ্ধ মনে করেন, তাহলে ইসিবি এবং সাকিবের ইংলিশ কাউন্টি ক্লাবই শুধু জানবে। কিন্তু এটা যদি ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টিতে হতো, তাহলে বিসিবি জানতো।’ (তথ্যসূত্র-জাগো নিউজ)
শেষ দুই দশকে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৪৪৭ ম্যাচ, এ সময় তিনি তিন ফরম্যাটে নিয়েছেন ৭১২টি আন্তর্জাতিক উইকেট। যার মধ্যে ৭১ টেস্টে ২৪৬টি উইকেট তুলে নিয়েছেন তিনি।
সাকিব আল হাসান ক্যারিয়ারের প্রায় ১৭ বছর পার করে দিয়েছেন। তবে পুরো ক্যারিয়ারে কখনও বোলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্নের মুখে পড়েননি। ক্যারিয়ারের শেষ বেলায় এসে তার বোলিং নিয়ে এবার উঠল প্রশ্ন, জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।
ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করেছেন সাকিব আল হাসান। এমন সংবাদ প্রকাশ হওয়ার পর তোলপাড়। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠবে- তা হয়তো তার ভক্তরা চিন্তাও করতে পারেনি।