বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৭ ওভারে নেমে আসে। দেরিতে শুরু হওয়া ম্যাচে ২৯ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছে জশ ইংলিশের অস্ট্রেলিয়া। ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে লজ্জা জনকভাবে ম্যাচ হেরেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্রিজবেনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে অজিরা ৪ উইকেট হারিয়ে ৯৩ রানের সংগ্রহ পায়। জবাবে মাত্র ৯ উইকেটে ৬৪ রানেই থেমে যায় পাকিস্তান।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর)
স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েলের ১৯ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষদিকে মার্কাস স্টয়নিস ৭ বলে ২১ রান করেন।
পাকিস্তান দ্রুত উইকেট হারানোর ফলে তারা কোনো প্রতিরোধ গড়তে পারেনি। মাত্র ৩ ওভারেই সফরকারীরা হারায় ৫ উইকেট। দলের সর্বোচ্চ স্কোর আসে পেসার আব্বাস আফ্রিদির ব্যাটে, ১০ বলে করেন ২০ রান। অস্ট্রেলিয়ার নাথান এলিস ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট।
ম্যাচ শেষে গ্লেন ম্যাক্সওয়েল জানান, দলের সবাই প্রথমে ম্যাচটি বাতিল হবে বলে ভেবেছিলেন। এজন্য তারা ব্যাগ প্রস্তুত রেখেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে খেলার সিদ্ধান্ত আসায় সবাই তড়িঘড়ি প্রস্তুতি নেন। এটি ম্যাচটির চাপকে হালকা করেছে। পুরো দলের জন্য একটি মজার মুহূর্ত ছিল।
আরও পড়ুন: শহীদদের নামে হলো তিন স্টেডিয়াম
অন্যদিকে মোহাম্মদ রিজওয়ান জানান, ৭ ওভারের খেলায় পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন ছিল। ম্যাক্সির প্রশংসা করতেই হবে। তার স্টাইলটি খুব ভালোভাবে কাজ করেছে।
উল্লেখ্য, পাকিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১৬ নভেম্বর সিডনিতে, শেষ ম্যাচ হবে ১৮ নভেম্বর হোবার্টে।