ঘরের মাটিতে ব্যর্থতা শেষে এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজই দেশ ছাড়ছেন টাইগার বাহিনী।
শনিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকা ছাড়বেন টাইগার বাহিনীর একাংশ। বাকিরা রোববার (৩ নভেম্বর) একই সময়ে রওনা দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। আর মাত্র চার দিন পরই শুরু হবে সিরিজ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)
সিরিজকে সামনে রেখে এরই মধ্যে চমকে ভরপুর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক নজরে দেখে নিন বাংলাদেশের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।