আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। আর এই চোটের কারণেই সিরিজের পরের দুই ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন।
সংযুক্ত আরব আমিরাত থেকে দলের একটি সূত্রে জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিক। আঙুলের প্রাথমিক শুশ্রূষা করে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। এদিন সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ বলে ১ রান করেই আউট হয়ে যান দলের অভিজ্ঞ এই ব্যাটার।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৭ নভেম্বর)
জানা গেছে, আঙুলের এই চোটের জন্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুশফিকের খেলাই হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পর তার আঙুলের হাড়ে চিড় বা ফাটল ধরেছে বলে ধারণা করা হচ্ছে। আজ আরও কিছু পরীক্ষা–নিরীক্ষার পর বোঝা যাবে আসল অবস্থা। তবে ১১ নভেম্বরের শেষ ম্যাচে খেলতে পারবেন কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, এর আগে পাকিস্তান সফরেও কাঁধে চোট পেয়েছিলেন মুশফিক। ভারত সফর ও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলেছেন বিশেষ ব্যবস্থা নিয়ে। যদিও চোট বাড়ার ঝুঁকি এড়াতে ব্যাটিং ও ফিল্ডিংয়ে কিছু বিধিনিষেধ মানতে হয়েছে তাকে।