ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্ক্যান রিপোর্টে নিশ্চিত হয়েছে আগামী ২ সপ্তাহ ক্রিকেটে বাইরে থাকতে হবে তাকে। সে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন ২ টেস্টের সিরিজও খেলতে পারবেন না তিনি।
প্রথমে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শান্তকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছিল বিসিবি। তবে শান্তর ইনজুরির কারণে সিদ্ধান্ত পাল্টেছে ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে বিসিবি জানিয়েছে, শান্তর পরিবর্তে টেস্ট দলে নেওয়া হয়েছে ডানহাতি মিডলঅর্ডার শাহাদাত হোসেন দিপুকে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর)
চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলে খেলা হয়নি দিপুর। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় আর বিবেচনা করা হয়নি তাকে। পাকিস্তান, ভারত ও সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজেও স্কোয়াডে ডাক পাননি ২২ বছর বয়সী এই ব্যাটার।
এক নজরে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।