সীমিত ওভারের দুই ফরম্যাটেই এখন ভারতের নতুন অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে দলের আর দশজন সাধারণ সদস্যের মত হয়ে উঠেছেন বিরাট কোহলি। তবে রোহিত এখনও কোহলিকেই দলের নেতা হিসেবে গণ্য করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোহলি জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টি দলের অধিনায়কের ভূমিকায় থাকবেন না তিনি। তবে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন। বোর্ড ও নির্বাচকরা সীমিত ওভারে ভিন্ন অধিনায়ক রাখার বিপক্ষে ছিলেন।
আর তাই ওয়ানডেতে কোহলির অমতেই অধিনায়ক করা হয়েছে রোহিতকে। হুট করে সীমিত ওভারের ক্রিকেটে দলের সাম্রাজ্য পাওয়া রোহিত অবশ্য এখনও কোহলিকে দলের নেতা হিসেবে গণ্য করছেন।
রোহিত বলেন, ‘কোহলির মত ব্যাটারের প্রয়োজন দলে কখনই ফুরায় না। টি-টোয়েন্টিতে পঞ্চাশের ওপর গড় আছে ওর যা অবিশ্বাস্য। সেই সাথে আছে অভিজ্ঞতা। অনেকবার দলকে খাদের কিনারা থেকে সাফল্য এনে দিয়েছে কোহলি। এরকম একজনকে দলে সবসময়ই প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘কোহলি এখনও দলের নেতা। তাকে ছাড়া কিছু ভাবাই যায় না।’