টেস্ট ক্রিকেটের পর এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলেছেন তিনি।
জানা গেছে, কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কারণে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। আসন্ন পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।
নিয়মিত প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড ও তার পুরো ইউনিট এই সিরিজে না থাকায় প্রধান কোচের দায়িত্ব সামলাবেন আরেক সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ। তার সহকারী হিসেবেই কাজ শুরু করতে যাচ্ছেন ম্যাথু ওয়েড। তার সঙ্গে থাকবেন ব্র্যাড হজ ও হ্যামিশ বেনেট।
আরও পড়ুন: অবশেষে বরখাস্ত হলেন ম্যানইউ কোচ
অবসর নিয়ে ওয়েড বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম আমার আন্তর্জাতিক দিনগুলো সম্ভবত গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর এবং কোচিং নিয়ে গত ছয় মাস ধরে জর্জ (বেইলি) এবং অ্যান্ড্রু’র (ম্যাকডোনাল্ড) সাথে অনেক কথা হয়েছে। গত কয়েক বছর ধরে কোচিং আমার চিন্তাভাবনায় রয়েছে এবং সৌভাগ্যবশত কিছু দুর্দান্ত সুযোগ আমার হাতে এসেছে, যার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।’
২০১১ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ফরম্যাটে ব্যাগি গ্রিন ক্যাপে ৩৬ ম্যাচ খেলেছেন ম্যাথু ওয়েড। ৯৭ ম্যাচ খেলেছেন ওয়ানডে ক্রিকেটে। এছাড়া টি-টোয়েন্টিতে খেলেছেন ৯২ ম্যাচ। এমনকি অজিদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তিও রয়েছে তার। অবসর বললেও বিগ ব্যাশে খেলা চালিয়ে যাবেন ওয়েড।