বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে মাঠে নেমেই খুলনার কাছে হেরেছে চট্টগ্রাম কিংস।
খুলনার দেওয়া ২০৪ রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৬৬ রানেই থেমে যায় চিটাগাং এর দৌড়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দলকে বাঁচানোর প্রাণপন চেষ্টা করেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। মাত্র ২৩ বলে হাঁকিয়েছেন ফিফটি। অবিশ্বাস্য এই লড়াই করেও শেষ পর্যন্ত খুলনার কাছে হার মানতে হয়েছে তাদের।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
২০৪ রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে চিটাগাং। ৭৮ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে আউট হন শামীম। খুলনার হয়ে ৪৪ রান খরচায় ৪ উইকেট নেন আবু হায়দার।
এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১ বলেই ১৫ রান পেয়েছিল চিটাগাং। ওশান থোমাসের একের পর এক নো বলে চার-ছক্কা হাঁকিয়ে এ রান এনে দিয়েছিলেন তিনি। তবে ওভারের পঞ্চম বৈধ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাজঘরে। ৯ বলে ১২ রানে থামে তার ইনিংস। এরপর পারভেজ হোসেন ইমন (১৩), উসমান খান (১৮) ও অধিনায়ক মোহাম্মদ মিথুন (৬) পাওয়ার প্লের মধ্যে আউট হলে চাপে পড়ে চিটাগাং।
আরও পড়ুন: বিপিএলের টিকিট পাওয়া যাবে আরও এক বুথে
বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন শামীম। তবে যোগ্য সঙ্গীর অভাবে ম্যাচটি আর নিজেদের করে নিতে পারেননি। ১৯তম ওভারে গিয়ে আউট হন ক্যারিয়ার সেরা ৭৮ রানের ইনিংস খেলে। ৩৮ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো চিল ৭ চার ও ৫ ছক্কায়। চিটাগাং হারে ৩৭ রানে।