১০০০ গোলের মাইলফলক গড়া নিয়ে কোনো চাপ নিতে চান না ক্রিস্টিয়ানো রোনালদো। আর যতদিন খেলার সুযোগ হবে সেটা উপভোগ করতে চান তিনি। পর্তুগালের হয়ে প্লাটিনাম কুইন্স ট্রফি জয়ের পর এসব কথা জানান তিনি।
এ বিষয়ে রোনালদো বলেন, ‘আমি এখন আমার জীবনের শেষ মুহুর্তের মুখোমুখি। আমি আর লম্বা সময়ের কথা চিন্তা করতে পারছি না। আমি যে পাবলিকলি বলেছিলাম, ১০০০ গোল করতে চাই, সেটা এখন আর চিন্তা করছি না। যদিও এখনও সব কিছুকে খুব সহজ মনে হচ্ছে। মাত্র কয়েকদিন আগেই তো ৯০০ গোল করেছি।’
চাপ নিতে চান না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখন বেশি দূরের কথা ভাবি না। তা হলেই বেশি চাপ পড়ে। বর্তমানে বাঁচতে চাই। ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চাই। আমি জানি আমি কী করতে পারি।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর)
১০০০ গোল ছোঁয়া যে তার লক্ষ্য তা জানিয়ে রোনালদো আরও বলেন, ‘১০০০টা গোল করতে পারলে খুব ভাল লাগবে। আমি সেই লক্ষ্যে পৌঁছতে চাই। কিন্তু যদি ১০০০ গোল না-ও হয় তবুও বিশ্বে ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক আমি।’
প্রসঙ্গত, আগামী বছর ৫ ফেব্রুয়ারি ৪০-এ পা দেবেন রোনালদো। আর খুব বেশি সময় খেলতে পারবেন তিনি। তার হাতে সময় খুবই কম। এ কারণেই হয়তো আগে থেকে হার মেনে নিচ্ছেন সিআর সেভেন।