দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানোর রাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন সাঞ্জূ স্যামসন, গড়েছেন অনন্য মাইলফলক। তবে এমন রেকর্ডের রাতে ঘটেছে এক অঘটন। স্যামসনের হাঁকানো ছক্কার আঘাতে আহত হয়েছেন গ্যালারীতে উপস্থিত এক নারী সমর্থক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরি দিয়ে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টানা দুই টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন স্যামসন। সিরিজের এরপরের দুই ম্যাচে ০ রানে আউট হন এই ওপেনার। সেই ক্ষতি পুষিয়ে নিতেই গতকাল মাঠে নেমেছিলেন তিনি। ২৮ বলে ফিফটি করা স্যামসন গতকাল সেঞ্চুরি করেছেন ৫১ বলে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৯ রানে। ৫৬ বলে ৯ ছয় আর ৬ চারে ১০৯ রানের ইনিংস খেলে ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ডও গড়েছেন স্যামসন।
আরও পড়ুন: আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় যেসব বাংলাদেশি
টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৩টি সেঞ্চুরি করেছেন স্যামসন। একই সঙ্গে ভারতের হয়ে সবথেকে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরি করার যৌথ রেকর্ডে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের সঙ্গে নাম লিখিয়েছেন এই ওপেনার।
এমন দুর্দান্ত মাইলফলকের ম্যাচে স্যামসনের ছক্কায় আহত হয়েছেন এক নারী সমর্থক। ভারতের ইনিংসের দশম ওভারের খেলা চলছিল তখন। বোলিংয়ে ছিলেন ট্রিস্টান স্টাবস। স্টাবসের করা বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে তুলে মারেন স্যামসন। বল বাউন্ডারির উপর গ্যালারির রেলিংয়ে পেরিয়ে সরাসরি আঘাত করে সেখানে উপস্থিত এক নারী সমর্থকের মুখে।
আরও পড়ুন: বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা
স্যামসন নিজেও বুঝতে পেরেছিলেন যে বল লেগে আহত হয়েছে সেখানে উপস্থিত নারী সমর্থক। এ ঘটনায় হাত তুলে দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বলের আঘাতে বেশ আহত হয়েছেন সেই সমর্থক। তাকে অবশ্য সেখানেই প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে।