দীর্ঘ ১৬ বছর লম্বা ক্যারিয়ারকে বিদায় বলতে যাচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে এই পেসার জানিয়েছেন, আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টই তার শেষ ম্যাচ। অভিষেক
২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাউদির। এবার যে দলের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল সেই দলের বিপক্ষেই টেস্ট সিরিজ খেলে অবসরে যাচ্ছেন তিনি।
দীর্ঘ ১৬ বছর লম্বা ক্যারিয়ারে দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি নানা রেকর্ড গড়েছেন কিউই এই পেসার।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর)
শুক্রবার (১৫ নভেম্বর) টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে সাউদি বলেন, নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা ছিল আমার বেড়ে ওঠার সময়ের স্বপ্ন। ব্ল্যাকক্যাপসের হয়ে ১৮ বছর খেলতে পারাটা আমার জন্য সবচেয়ে সম্মানের। কিন্তু যে খেলাটা আমাকে এতকিছু দিয়েছে তা থেকে সরে আসার এটাই ঠিক সময় মনে হচ্ছে।
প্রসঙ্গত, চলতি মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন হয়ে হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন সাউদি।