বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। জানা গেছে, প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে দলে ভিড়িয়েছে তারা। বিপিএলে পুরো আসরেই খেলবেন তিনি।
এরই মধ্যে মুস্তাফিজুর রহমান ও বাঁহাতি পেসার তানজিদ হাসান তামিমকে দলে নিয়েছেন এ ফ্র্যাঞ্চাইজিটি। মূলত এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স না থাকায় নতুন করে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহী। নিয়ম অনুযায়ী, প্লেয়ার্স ড্রাফটের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে নতুন তিন ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগই কাজে লাগিয়েছে শাকিব খানের দল।
আরও পড়ুন: তামিমের মন্তব্যের জবাবে যা বললেন সালাউদ্দিন
বাংলাদেশের দুই ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও সরাসরি চুক্তি করছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। বিভিন্ন সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে বিপিএলের ঢাকা পর্ব খেলতে আসবেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। দেখা যাবে অ্যালেক্স হেলসকেও।
তবে হেলসের সঙ্গে মাত্র ৫ ম্যাচের চুক্তি হচ্ছে তাদের। এছাড়া পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং আসিফ আলীর সঙ্গেও কথা বলছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। তবে তাদের আসার বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।