প্রায় একমাস পর ওয়ানডে ও টি–টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। এই দুই সংস্করণে সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিডল অর্ডার ব্যাটসম্যান আগা সালমান।
রোববার (২৭ অক্টোবর) লাহোরে এক সংবাদ সম্মেলনে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান।
দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেন, ‘পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হতে পারা আমার জন্য বিশাল সম্মানের। এই ভূমিকায় নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচক, কোচ এবং আমার অসীম প্রতিভাবান সতীর্থদের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা পূরণ এবং অতিক্রম করাই আমাদের লক্ষ্য।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৮ অক্টোবর ২০২৪)
অধিনায়কের ভূমিকায় সতীর্থদের সঙ্গে তার আচরণ ও বোঝাপড়া কেমন হবে?-এমন প্রশ্নে ৩২ বছর বয়সী এই উইকেটকিপার–ব্যাটসম্যান বলেন, ‘আমি যদি অধিনায়ক হিসেবে নিজেকে রাজা ভাবতে শুরু করি, তাহলে সবকিছু ভেঙে পড়বে; বরং একজন নেতা হিসেবে আমি এখানে দলের ১৫ জনের সেবা করতে এসেছি। এভাবেই সবকিছু হওয়া উচিত। প্রত্যেকের কাছ থেকেই আমি সমর্থন পেয়েছি। সবাই আমাকে একটি কথাই বলেছে—লড়াই, লড়াই এবং লড়াই। এখনো অনেক বার্তা পাচ্ছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। পুরো জাতিকে দেখাতে চাইব যে আমাদের মধ্যে লড়াকু মানসিকতার কমতি নেই।’
৪ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে রিজওয়ানের। ৪ নভেম্বর টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার নেতৃত্বেই মাঠে নামবে পাকিস্তান। এরপর জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দিবেন তিনি। তবে টি–টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন রিজওয়ান। সেই সিরিজে অধিনায়কত্ব করবেন সহ–অধিনায়ক সালমান।
প্রসঙ্গত, ১ অক্টোবর সাদা বলের নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। এরপর প্রায় একমাস নেতৃত্ব শূন্য ছিল পাকিস্তান দল।