অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে দেশে ফিরছেন না টাইগার এ অলরাউন্ডার।
দুবাই থেকে আজ স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু কয়েকদিনের পরিবর্তিত পরিস্থিতিতে সবকিছু জটিল হয়ে ওঠায় আপাতত তাকে দেশে না আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন: ই-মেইলে নোটিশের জবাব দিয়েছেন হাথুরু
আজ একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। সেই মিটিংয়েই দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। তাই এরই মধ্যে ফ্লাইটও বাতিল করে দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
গত কয়েকদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছে, দেয়াল লিখন লিখেছে। ১৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। পরিস্থিতে বিবেচনা করে সাকিবকে দেশে না আসার পরামর্শ দিয়েছে বিসিবি।