বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরের দ্বিতীয় দিনে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংসের ম্যাচের কিছু সময় ধারাভাষ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
এ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ধারাভাষ্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক কিছুক্ষণ বাংলায় ধারাভাষ্য দেন। ধারাভাষ্য কক্ষ থেকে বের হয়ে প্রেস বক্সে সাংবাদিকদের সাথে দেখা করেন তিনি।
আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ের রহস্য জানালেন নাহিদ
সেখানে ধারাভাষ্য করার অভিজ্ঞতা সম্পর্কে ফারুক বলেন, ‘আমাকে বল-টু-বল ধারাভাষ্য করতে হয়নি। আমি একটি সাক্ষাৎকার দিয়েছি।’