উয়েফা নেশন্স লিগের আসন্ন দুই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। চলতি মাসেই শেষ দুটি ম্যাচ খেলবে তারা। ১৫ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে ও ১৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন।
শুক্রবার (৮ নভেম্বর) চমক রেখে দল ঘোষণা করেছেন ফুয়েন্তে। তার ২৭ সদস্যের ঘোষিত দলে নেই রিয়ালের কোনো ফুটবলার।
স্পেন কোচের ২৭ সদস্যের দলে নতুন মুখ ৩। প্রথমবারের মতো স্পেন দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সি পোর্তোর সামু ওমোরোদিন। তার পাশাপাশি ডাক পেয়েছেন বার্সেলোনার হয়ে আলো ছড়ানো মার্ক কাসাডো ও অ্যাথলেটিক বিলবাওয়ের এইতর প্যারাদেস।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)
বার্সার দানি ওলমো, মার্ক কাসাডো, পেদ্রি, লামিন ইয়ামাল, ফেরান তোরেস স্পেনের দলে জায়গা করে নিলেও নেই কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ার।
এক নজরে দেখে নিন স্পেন স্কোয়াড:
ডেভিড রায়া, আলেক্স রেমিরো, রবার্ট সানচেজ, এইতর প্যারাদেস, ওস্কার মিনগুয়েজা, পেদ্রো পোরো, ডানি ভিভিয়ান, এমেরিক লাপোর্তে, পাও তোরেস, মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, মার্টিন জুবিমেন্দি, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, আলেক্স বায়েনা, দানি ওলমো, মার্ক কাসাডো, পেদ্রি, লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা, আয়োজ পেরেজ, সামু ওমোরোদিন ও ব্রায়ান জারাগাজা।