অ্যাশেজের পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে বৃহস্পতিবার ওভালে অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে পড়ে দিন শেষ করেছে স্বাগতিক ইংল্যান্ড। অজি পেসার মিশেল মার্শ-কামিন্সদের বোলিং তাণ্ডবে ৮ উইকেটে ২৭১ রান তুলেছে ইংলিশরা।
চার ম্যাচ শেষে আগেই ২-১ ব্যবধানে অ্যাশেজ জিতে নেওয়া অস্ট্রেলিয়া এদিন টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে নেমে ২৭ রানের মাথায় জো ডেনলির (১৪) উইকেট হারায় ইংল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে রোরি বার্নস ও জো রুটের ৭৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।
এ সময় বার্নসকে ৪৭ রানে ফিরিয়ে দিয়ে প্রতিরোধ ভাঙেন জস হ্যাজলউড। পার্টনারকে হারিয়ে ফিরে যান রুটও (৫৭)। এরপর মির্চেল মার্শ বেন স্টোকস(২০) ও জনি বেয়ারস্টো(২২) কে দ্রুত ফিরিয়ে দিলে চাপে পড়ে যায় ইংল্যান্ড।
জস বাটলার এক প্রান্ত থেকে নিজের উইকেট আগলে খেলে গেলেও অন্য প্রান্তে স্যাম কারেন (১৫), ক্রিস ওকস (২) কেউই ক্রিজে থিতু হতে পারেননি। শুক্রবার বাটলার (৬৪) জ্যাক লিচকে (১০) নিয়ে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
অজি বোলারদের মধ্যে ৪ উইকেট নিয়েছেন মার্শ। দু’টি করে উইকেট শিকার করেছন হ্যাজলউড ও প্যাট কামিন্স।