ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে দু্ই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা গেছে তাদের। আইসিসির বিবৃতি অনুযায়ী দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম করেছে।
৩ পয়েন্ট কাটায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ৪র্থ থেকে ৫ম স্থানে নেমে গেছে কিউইরা। এ কারণে সফরকারী ইংল্যান্ডেরও ৩ পয়েন্ট কাটা গেছে। একই সঙে দুই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানাও করা হয়েছে। ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে দুই অধিনায়ক নিউজিল্যান্ডের টম লাথাম ও ইংল্যান্ডের বেন স্টোকস অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৫ ডিসেম্বর)
তবে আইসিসির দেওয়া এই শাস্তি কিছুতেই মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিউজিল্যান্ড-ইংল্যান্ডকে জরিমানার খবরের শিরোনাম সংবলিত একটি ছবি পোস্ট করে স্টোকস ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, ‘বাহ্ আইসিসি! নির্ধারিত সময়ের আরও ১০ ঘণ্টা আগেই ম্যাচ শেষ করেছি।’
সংবাদ সম্মেলনেও এ নিয়ে স্টোকস বলেন, ‘দুই দলের দৃষ্টিকোণ থেকেই সবচেয়ে হতাশাজনক বিষয় হলো ম্যাচ আগেই শেষ হয়েছে এবং ফল এসেছে এরপরও শাস্তি দেওয়া হলো। আপনি বিশ্বের কোথায় খেলছেন, সেটার ওপর নির্ভর করে। এখানে এটা সব সময় একটি সমস্যা। এশিয়ায় ওভার রেট কোনো সমস্যা সৃষ্টি করে না। কারণ, সেখানে অনেক স্পিনার খেলানো হয়।’