আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে টাইগাররা। শারজায় ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
৬ নভেম্বর বাংলাদেশের সময় বিকেল ৪টা থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। একই সময়ে ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে ও ১১ নভেম্বর হবে তৃতীয় ওয়ানডে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৪ নভেম্বর)
মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির লক্ষ্য সামনে রেখে আয়োজিত হচ্ছে এই সিরিজ। এই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে আছে বাংলাদেশের। অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মোট ৬টি ওয়ানডে খেলার সুযোগ টাইগারদের।