সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার মাঠে নেমেছিল টাইগাররা। এদিন ৫ উইকেটের জয় পায় ক্যারিবীয়রা। জয় না পেলেও ক্যারিবীয়দের বিপক্ষে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ।
সেই ইনিংস খেলার সময় ৩টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশে প্রথম ও বিশ্বের ৪১তম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করেছেন তিনি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ ডিসেম্বর)
২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা মাহমুদউল্লাহর ছক্কার সংখ্যা এখন ২০০। এসব ওভার-বাউন্ডারি হাঁকাতে তাকে খেলতে হয়েছে মোট ৪৩০ ইনিংস। এর মধ্যে টেস্টে ২৪টি, ওয়ানডেতে ৯৯টি ও টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি ভারতের রোহিত শর্মার দখলে। ডানহাতি মারকুটে এই ওপেনার ক্যারিয়ার জুড়ে হাঁকিয়েছেন ৬২৪টি ছক্কা।