আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সব কর্মকান্ড নিয়েই তার ভক্ত-অনুরাগীদের বিশেষ আগ্রহ রয়েছে। বিভিন্ন সময় তাকে তার অনুরাগীরা নানা বিষয়ে প্রশ্ন করতে থাকে। তবে একটি প্রশ্নের মুখোমুখি তাকে বেশি হতে হয়। সম্প্রতি ৪৩৩ অ্যাপে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজি রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান মেসি।
সেখানে মেসি বলেছেন, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক-মৌসুম ভালোভাবে শুরু করতে চাই। প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’
আরও পড়ুন: সাবিনা-তহুরাদের দায়িত্বে থাকতে চান না ব্রিটিশ কোচ বাটলার
সুপারস্টার আরও বলেন, ‘(প্রাক–মৌসুম ভালোভাবে শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। (২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’
২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আর বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন মেসি। তাই সকলের বিশ্বাস তিনি ২০২৬ বিশ্বকাপ খেলবেন। যে কারণে মেসিকে এই প্রশ্নটা বেশি করা হয়।