ফিফা ক্লাব বিশ্বকাপে কনকাকাফ অঞ্চল থেকে পঞ্চম দল হিসেবে মাঠে নামবে লিওনেল মেসির ইন্টার মায়ামি।
রোববার (২০ অক্টোবর) মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডকে হারিয়েছে মেসির মায়ামি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখতে চেজ স্টেডিয়ামে ইনফান্তিনো উপস্থিত ছিলেন। ম্যাচ শেষেই ডেভিড বেকহ্যামের দলকে শুভ সংবাদ শোনান তিনি।
আরও পড়ুন: হাথুরুর চড় মারার বিষয়ে জানেন না শান্ত
ইনফান্তিনো বলেন, ‘আমরা সকলেই জানি মায়ামি ফুটবলকে কত ভালোবাসে। ফ্লোরিডা তো বটেই, এর বাইরেও তাদের সমর্থক আছে। অভিনন্দন, সাপোর্টাস শিল্ড জেতার জন্য। আপনারা দেখিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারাই ধারাবাহিকভাবে সেরা ক্লাব।’
তিনি আরও বলেন, ‘আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে আপনারা (ইন্টার মায়ামি) ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকারী হিসেবে আগামী আসরে আপনারাই স্বাগতিক।’