1.8 C
New York
Friday, December 12, 2025

Buy now

ফেসবুক পোস্টে বিস্ফোরক দাবি ইমরুল কায়েসের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ তম আসরের প্লেয়ার্স ড্রাফট হবে ১৪ অক্টোবর। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি। এবারের প্লেয়ার্স ড্রাফটে ১৮৮ জন ক্রিকেটারকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের জন্য।

প্লেয়ার্স ড্রাফটের ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। যা দেখে রীতিমত ক্ষুব্ধ তিনি। শুধু তাই নয়, আজ ফেসবুকে বিশাল এক স্ট্যাটাস দিয়ে ক্রিকেটারদের গ্রেডিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে পাকিস্তান

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরুল কায়েসের পোস্ট করা স্ট্যাটাসটি হুবহু বিডি স্পোর্টস নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

আসসালামু আলাইকুম,
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে ক্রিকেটারদের গ্রেডিং দেখে চিন্তা করছি গ্রেডিংটা আসলে কিসের ভিত্তিতে করা হয়। জাতীয় দল, সারা বছরের ঘরোয়া পারফরম্যান্স, বিপিএলের পারফরম্যান্স নাকি শুধু নাম দেখে করা হয়। বছরজুড়ে ক্রিকেটের আশেপাশে না থাকা ক্রিকেটারের জায়গা হলো ‘বি’ গ্রেডে। অথচ গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটাররা ‘সি’ গ্রেডে। তবে কি শুধু নাম কিংবা চেহারা দেখেই বিপিএলের ড্রাফটের গ্রেড নির্ধারণ করা হয়?

বিপিএলের ২০১৮-১৯ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আমি ভালো করতে পারিনি। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পর আমাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়। পরবর্তীতে বিসিবির একজন কর্মকর্তার সঙ্গে যখন কথা হলো তখন বাদ দেয়ার কারণ হিসেবে তিনি জানালেন, বিপিএলে আমার পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল না। যেহেতু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি তাই আমি কোন সংকোচ ছাড়াই এমন সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম।

আরও পড়ুন:

তবে জাতীয় দলে ফিরতে আমি কঠোর পরিশ্রম করতে থাকি। ২০১৯-২০ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৩ ম্যাচে ৪৪২ রানও করেছিলাম। কিন্তু এমন পারফরম্যান্সের পরও আমাকে জাতীয় দলে ডাকা হয়নি। এমনকি জাতীয় দলের কোন ক্যাম্পেও রাখা হয়নি। তবে কি বিপিএলে পারফর্ম না করলেই বাদ? কিন্তু পারফর্ম করলে, সেটাও তো বিবেচনায় নেয়া হচ্ছে না। আমাদের ক্রিকেটের দুর্দিন কি তবে শেষ হবে না?

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles