সিলেট টেস্টে টাইগারদের ভাগ্য আগেই নির্ধারণ হয়ে গিয়েছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে বাংলাদেশকে অলআউট করে জয় চূড়ান্ত করেছে লঙ্কানরা।
চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার ৫১১ রানের জবাবে ১৮২ রানেই গুটিয়ে যায় টাইগাররা। তবে মুমিনুল হক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৭ রানে। তবে বৃথা গেছে তার সব কষ্ট। ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক কে?
দুই ইনিংস মিলিয়ে টাইগাররা তুলতে পেরেছে মাত্র ৩৭০ রান। অন্যদিকে দুবার জোড়া সেঞ্চুরি করা শ্রীলঙ্কা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস মিলে করেন ৪৭৬ রান। সিলেটে বড় জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।