চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।
নভেম্বরের ১৯ তারিখ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি আয়োজিত হবে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ খেলা মোহাম্মদ হাফিজ ছাড়া বাকি সবাই এ স্কোয়াডে থাকছেন।
তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে বাংলাদেশ সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ইফতিখার আহমেদ।
বিশ্বকাপের মূল স্কোয়াডের সাথে আরও ৩ ক্রিকেটার রিজার্ভ হিসেবে আছে। তাদেরকেও বাংলাদেশ সফরের স্কোয়াডে রেখেছে পিসিবি। শুধুমাত্র বাইরে থেকে ডাক পেয়ছেন ইফতিখার আহমেদ।
এক নজরে দেখে নেন পাকিস্তান টি-টোয়েন্টি দলে যারা থাকছে-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, খুশদিল শাহ, ফখর জামান, উসমান কাদির, মোহাম্মদ নওয়াজ, হায়দার আলি, শোয়েব মালিক, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি।