বাবা হতে চলেছেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। আর এজন্যই তাকে পাওয়া যাবে না আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। মূলত সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বোর্ডের কাছে ছুটি চেয়েছেন কাটার মাস্টার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রের খবর, তার ছুটি মঞ্জুর হচ্ছে। এ প্রসঙ্গে বিসিবির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘মোস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি চেয়েছেন। কিন্তু এখনও আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা তার সঙ্গে কথা বলব। অন্তত একটি (সাদা বলে) ম্যাচ খেলতে পারে কিনা। পারিবারিক বিষয় এটি, আমাদের বিবেচনা করতে হবে। সবার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর)
ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ৮ ডিসেম্বর ওয়ানডে এবং ১৬ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।