10.3 C
New York
Monday, October 27, 2025

Buy now

বিপিএলের টিকিট কিনবেন যেভাবে

এরই মধ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসেছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। আসর শুরুর একদিন আগেই টিকিটমূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হোম অব ক্রিকেটে আয়োজিত হতে যাওয়া ম্যাচগুলোর টিকিটের মূল্য তালিকা দিয়েছে বিসিবি। এবারের আসরে সর্বনিম্ন ২০০ টাকা দিয়ে বিপিএলের ঢাকা পর্বে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। ম্যাচগুলোর টিকিট দর্শকরা কিনতে পারবেন অফলাইন-অনলাইনে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩০ ডিসেম্বর)

শেরে বাংলা স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা। টিকিট কেনা যাচ্ছে রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া আজকের উদ্বোধনী ম্যাচের দিন সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

অনলাইনে টিকিট কেনা যাবে এই লিংক (https://www.gobcbticket.com.bd/events) থেকে।

এছাড়া ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। এই শাখাগুলো হলো মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles