বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের আগেই টিকিট সংগ্রহ নিয়ে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। টিকিট প্রত্যাশিরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিসিবির মুল ফটক ভেঙে ফেলেন।
সোমবার (৩০ ডিসেম্বর) টিকিট সোল্ডআউটের ঘোষণা এলে বুথগুলোর সামনে জড়ো হওয়া উপস্থিত দর্শকরা ক্ষিপ্ত হন। এ সময় রাস্তা বন্ধ করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা। এমনকি একপর্যায়ে বিসিবির মুল ফটক ভেঙে ফেলেন তারা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
এছাড়া বিপিএলকে ঘিরে গেটের সামনের লাগানো বিভিন্ন ব্যানার-প্লাকার্ড ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা। সেই ভাঙা কাঠ নিয়ে গেটে আক্রমণ করেন দর্শকরা। তখন মিরপুরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি শান্ত করতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। পরে বিসিবির নিজস্ব নিরাপত্তা কর্মীরা বের হয়ে ধাওয়া দেয় দর্শকদের। অনেকেই পড়ে সেই সময় আহত হন।