২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর আর বিপিএলের কোনো আসরেই দেখা যায়নি এই তারকাকে। এবার বিপিএলে খেলতে না আসার কারন জানিয়েছেন এই অজি ওপেনার।
কিছুদিন আগে জিম-আফ্রো টি-টেনে একসঙ্গে খেলেছিলেন ডেভিড ওয়ার্নার ও বাংলাদেশি ব্যাটার সাব্বির রহমান। ২০১৯ সালে সিলেট সিক্সার্সের হয়ে সাব্বিরও খেলেছিলেন। সেখান থেকেই দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এবার তার কাছেই ওয়ার্নার জানিয়েছেন বিপিএলে না খেলার কারণ।
আরও পড়ুন: সিলেটের হয়ে খেলবেন জাকের-জাকির-সাকিব
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাব্বির রহমান বলেন, ‘আমি, বিজয়, ওয়ার্নার এবং নিশাম সবসময় একসঙ্গে সকালের নাস্তা করতাম। বিভিন্ন বিষয়ে কথা বলতাম। আমি ওয়ার্নারকে জিগ্যেস করেছি যে তুমি আমার সঙ্গে ২০১৯ সালে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছো, এরপর তুমি বিপিএল খেলতে আসোনি কেন?’
উত্তরে ওয়ার্নার বলেছে, ‘দেখো সাব্বির, তখন একটা পরিবেশ ছিল খেলার জন্য। একসময় এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা তোমাদের এই টুর্নামেন্টে খেলতে যেত। এখন যে বিপিএল হয় তোমাদের দেশে, ওই পরিবেশে হয় না আসলে। ওরকম পেশাদারিত্ব থাকে না। টুর্নামেন্টটিকে তোমাদের আরও ভালো করতে হবে। পিএসএল বিপিএলের অনেক পরে শুরু হয়েছে। কিন্তু এখন দেখো পিএসএল কোথায় আছে আর বিপিএল কোথায় আছে।’ -কথা শুনে লজ্জা লাগে আসলে।’