‘মানিক জোড়’ হিসেবে পরিচিতি বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সখ্যতায় ভাটা পড়েছে! হঠাৎ দুজনের মধ্যে বেড়েছে দুরুত্ব। শুধু তাই নয়, এখন রীতিমতো বিসিবি ছাড়তে চাইছেন ফাহিম। বলেছেন, কাজের পরিবেশ না থাকলে আমি বিসিবিতে থাকতে চাই না। সরে যাবো।
সম্প্রতি বিসিবির প্রেসিডেন্ট বক্সে এক পরিস্থিতিতে এই ‘মানিক জোড়’ এর মধ্যে উত্তপ্ত কথাবার্তা হয়েছে। সেই সময় এক পর্যায়ে ফাহিমকে উদ্দেশ্যে করে ফারুক বলেন, ‘ইউ আর অ্যাক্ট লাইক ফানি। বিসিবি সভাপতি হতে চান আপনি? আসেন বানাই দেই।’
ফারুক আহমেদের করা এই মন্তব্যের প্রেক্ষিতে নাজমুল আবেদিন ফাহিম মিডিয়ায় নিজের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় হতাশার কথা জানিয়েছেন। বলেছেন,‘বিসিবি সভাপতি সম্ভবত এই মুহুর্তে আর কনফিডেন্সে নিচ্ছেন না। তিনি যে কমেন্টস করেছেন আমার বিষয়ে তা শুনে আমি অবাক হয়েছি। হতাশও হয়েছি।’
আরও পড়ুন: রোনালদোকে নিয়ে যা বললেন রদ্রি
এই প্রসঙ্গে ফাহিম বিস্তারিত ব্যাখ্যায় বলেন, ‘ওই রকম একটা মন্তব্য আমি স্পেসেফিক বলতে চাই না। মন্তব্যটা কী ছিল। সেটা আমাকে খুবই ডিজঅ্যাপয়েন্ট করেছে এবং সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়তো সেভাবে আমাকে তার কনফিডেন্সে নিচ্ছেন না। আমি জানি না কেন প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছেন আমার ব্যাপারে। যেটা শুনে অবাক হয়েছিলাম। ভীষণ অবাক হয়েছিলাম এবং স্বাভাবিকভাবেই মোটেও আশা করি নাই সে রকম একটা কমেন্ট এবং সেটা অনেক মানুষের সামনে।’
তিনি আরও বলেন, ‘আমার অনেক সময় মনে হয় বোর্ডে না থাকলে বোধহয় ভালো। কারণ বোর্ডের বাইরে থেকে যে ভূমিকা রাখতে পারি, যে ধরনের আলাপ আলোচনা করতে পারি, সেটা বোর্ডে থেকে আমার পক্ষে করা সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে বোর্ডে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি তাহলে তার চেয়ে ভালো বাইরে থাকা। বাইরে থাকলে আমি হয়তো কী হতে পারে, না হতে পারে, কী হওয়া উচিত ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। সো বোর্ডে থাকাটা আমার জন্য খুবই জরুরি না।’
তথ্যসূত্র: আমার দেশ