শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে বোর্নমাউথ। তুলনামূলক কম শক্তির দলের কাছে এমন হারের পর নিজেদের ব্যর্থতার দায় নিচ্ছেন সিটির কোচ পেপ গার্দিওলা।
ম্যাচ শেষে এমন হারের পেছনে নিজেদের ব্যর্থতার পাশাপাশি প্রতিপক্ষের কৃতিত্ব দেখছেন সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, ‘আমরা ম্যাচের তীব্রতাই খাপ খাওয়াতে পারিনি। আমরা কথা বলেছি এই নিয়ে। এটা উন্মুক্ত খেলা ছিল। আমাদেরও কিছু সুযোগ এসেছিল শেষ দিকে। আমি বোর্নমাউথকে এই জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৪ নভেম্বর)
‘তারা খুব আগ্রাসী ছিল। ৬-৭দিন পেয়েছে প্রস্তুতির জন্য। শারীরিকভাবে ও গতিতে অগ্রণী ছিল। কিন্তু আপনাকে এই ধরণের পরিস্থিতিতে জিততে হবে। তারা অনেক সুযোগ তৈরি করেছে। এডারসনও ভালো আটকেছে। আমাদের খুব ভালো মুহূর্ত এসেছিল, দ্বিতীয়ার্ধের শুরু থেকে আমরা ভালো খেলছিলাম। গোল করার পর আমাদের দিকে মোমেন্টাম এসেছিল, সুযোগও তৈরি হয়েছিলো কিন্তু আরেকটা গোল করতে পারিনি।’