টেস্ট ইতিহাসে ঘরের মাঠে এবারই প্রথম নিউজিল্যান্ডের হাতে হোয়াইটওয়াশ হলো ভারত। মুম্বাই টেস্টে ভারতকে ২৫ রানে হারিয়েছে কিউইরা।
ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়েছে ভারত। বর্তমানে শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচের ৮টিতে জয় ও ১টি ড্রয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০ আর পয়েন্ট শতাংশের হার ৬২.৫০। অন্যদিকে ১৪ টেস্টের ৮টিতে জয় এবং ১টিতে ড্র করলেও ৫টি ম্যাচ হেরেছে ভারত। ফলে ভারতের পয়েন্ট অস্ট্রেলিয়ার চেয়ে বেশি (৯৮) হলেও ৫৮.৩৩ পয়েন্ট শতাংশ নিয়ে দুইয়ে নেমে গেছে।
মুম্বাই টেস্টে ১৪৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে মাত্র ২৯ রান তুলতেই পাঁচ উইকেট হারায় রোহিত শর্মার দল। এরপর ঋষভ লড়াই করলেও তা জয়ের জন্য ছিল অপ্রতুল। ৫৭ বলে ঋষভের করা ৬৪ রানের ইনিংসটি শুধুমাত্র পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
আরও পড়ুন: মিরপুরে অনুশীলনে তামিম, জাতীয় দলে ফিরছেন কবে?
অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ৫৭ রান খরচায় ৬ উইকেট নেন এজাজ প্যাটেল। ৪২ রান খরচায় ৩ উইকেট নেন গ্লেন ফিলিপস। ব্যাটিংয়ে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৩ ওভারের মধ্যে তাকে ফিরিয়ে দেন ম্যাট হেনরি।
এর আগে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২৮ রানের লিড নিয়ে ভারত থামে ২৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭৪ রানে। এতে জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য পায় ভারত।
প্রসঙ্গত, এর আগে ২০০০ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত, তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। দীর্ঘ ২৪ বছর পর এবার ভারতকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে কিউইরা।