নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চলাকালিন ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা।
রোববার (১০ নভেম্বর) প্যাট কামিন্সকে অধিনায়ক করে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাথান ম্যাকসুইনি।
ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা জশ ইংলিশও রয়েছেন টেস্ট দলে। বাকি ১১ ক্রিকেটারই পরিচিত মুখ। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ম্যাকসুইনির অভিষেক হওয়ার কথা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর)
আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টটি দিবারাত্রির। অ্যাডিলেড ওভালে গোলাপী বলের ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। সিরিজের শেষ ৩ টেস্টের ভেন্যু ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনি। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।
এক নজরে দেখে নিন ভারতের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, জশ ইংলিস, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল স্টার্ক