12.4 C
New York
Thursday, October 30, 2025

Buy now

মাঠে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত ৫

লাতিন আমেরিকার দেশ পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। খেলা চলাকালীনই বজ্রপাতে প্রাণ হারান এক ফুটবলার। মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। আহত আরও তিন জন।

সমাজমাধ্যমের একটি পোস্ট থেকে জানা গেছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যেতে। ফুটবলারেরা সাজঘরে ফেরার সময়েই বজ্রপাত হয় ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ মেসার ওপরে। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান।

আরও পড়ুন: সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যা বললো বিসিবি

তার আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একইভাবে পড়ে যান। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles