বাংলাদেশের সহকারী কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হলেন মোহাম্মদ সালাউদ্দিন। রোববার (১০ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমে নানা বিষয়ে আলোচনা করেছেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘যেহেতু সহকারী কোচ, আর হেড কোচ আছে এখানে। সে কিভাবে দলটা চালাচ্ছে তাকে হেল্প করা সেই সাথে ক্রিকেটারদের যতটুকু পারি হেল্প করা। আমার রোলটা হয়তো একটু আলাদা হবে আগেরবারের তুলনায়। বিদেশী কোচের সঙ্গে ছেলেদের যোগাযোগটা যাতে আরও ভালো হয় সেদিকে লক্ষ্য থাকবে।’
আরও পড়ুন: ২২ বছর পর অস্ট্রেলিয়ায় পাকিস্তানের সিরিজ জয়
নতুন যে সব খেলোয়াড় আছে তাদের নিয়ে বেশ আশাবাদী সালাউদ্দিন। এ নিয়ে তিনি বলেন, ‘যখন সাকিব-তামিমকে ছোট বেলায় কোচিং করিয়েছি, তখন তারা বড় খেলোয়াড় ছিল না। পরিশ্রম দিয়েই ওরা এই জায়গায় পৌঁছেছে। আমি বলব না নতুনদের নিবেদন নেই, তবে তাদের বড় জায়গায় নিয়ে যাওয়া আমার দায়িত্ব হবে।’
সালাউদ্দিন আরও বলেন, ‘রাতারাতি সবকিছু যে পরিবর্তন হয়ে যাবে সেটা আশা করা ঠিক না। এট লিস্ট মানসিকভাবে তারা একটু ভালো হতে পারে আরেকটু চিন্তাভাবনাটা বড় করতে পারে। সেই সামর্থ্যটুকু যাতে পুরোটা দিতে পারে সেটার দিকে আসলে লক্ষ্য রাখা উচিত।’