বাংলাদেশের দেওয়া ১০৬ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। এই জয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।
ম্যাচ হারের পর দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে কাঠগড়ায় তুলে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, আমরা দল হিসেবে হেরেছি। আলাদাভাবে নির্দিষ্ট কাউকে দোষ দিচ্ছি না। তবে দল হিসেবে আমরা হেরেছি। ম্যাচে ফিরে আসতে পারাটা দারুণ।
আরও পড়ুন: এনপিএলে দল পেলেন সাইফউদ্দিন
১৯১ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আবারও বাংলাদেশকে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচান মেহেদী হাসান মিরাজ। তাকে নিয়ে শান্ত বলেন, আমরা ২০০ রান পিছিয়ে ছিলাম কিন্তু মিরাজ দারুণ ব্যাটিংয়ে আমাদের লড়াইয়ে ফিরিয়েছে। এমনটা আমরা অনেক বেশি করিনি। এটা দারুণ কিছুই ছিল। ব্যাটিং ইউনিট হিসেবে নতুন বলে আমাদের আরও দায়িত্ব নিতে হবে। বোলিং গ্রুপ হিসেবেও আমাদের উন্নতির জায়গা আছে।
শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘পরের ম্যাচে দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে।
প্রসঙ্গত, আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।