জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ ২৯ সম্মেলনে ফিফা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তখনই ফিফা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা সভাপতি।
মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, সাক্ষাতে প্রধান উপদেষ্টা ফিফা প্রেসিডেন্টকে উৎসবের যাবতীয় তথ্য দেন এবং তাকে বাংলাদেশ আমন্ত্রণ জানান। এ সময় বাংলাদেশে শীর্ষ নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে তার সাহায্য কামনা করেন।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর)
এর আগে ২০১৯ সালে মাত্র ১৫ ঘণ্টার ঝটিকা সফরে বাংলাদেশে আসেন জিয়ান্নি ইনফান্তিনো। সেবার মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শন করেন তিনি। সেই সঙ্গে মতবিনিময় করেন তখনকার বাফুফের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে। এ ছাড়া বাফুফের পক্ষ থেকে ফিফা প্রধানকে দেশীয় জামদানি উপহার দেওয়া হয়।