এই মহামারী করোনাভাইরাসের মধ্যেও ২০২১ সালটা স্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দুই হাজার রানের বিশ্বরেকর্ড।
এই বিশ্বরেকর্ড গড়ার পর এবার নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলছেন রিজওয়ান। প্রথমবারের মতো ইংল্যান্ডের ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন তিনি।
সাসেক্সে পাক ওপেনার রিজওয়ানকে কাছে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ড তারকা ক্রিকেটার সারাহ টেইলর। আগামী গ্রীষ্মে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে এই ওপেনারকে।
রিজওয়ানের সঙ্গে দেখা করতে তর সইছে না জানিয়ে নিজের টুইটারে সারাহ লেখেন, রিজওয়ানের কাছ থেকে শিখতে অপেক্ষা করতে পারছি না, সাসেক্সের জন্য এটা সেরা ডিল।’
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পাকিস্তান সফরের খেলা শেষে ৫ এপ্রিল ইংল্যান্ডে চলে যাবেন পাকিস্তানি ওপেনার রিজওয়ান। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ ও টি-টোয়েন্টি ব্লাস্টের পুরোটাই খেলবেন তিনি।
২০২১ সালটা দুর্দান্ত কেটেছে রিজওয়ানের। ৯ টেস্ট খেলে ৪৫.৫০ গড়ে ৪৫৫ রান করেছেন তিনি। আর টি-টোয়েন্টিতে সবাইকে ছাড়িয়ে গেছেন রিজওয়ান। প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বিশ্বরেকর্ড গড়ে করেছেন ২ হাজার রান। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ১৩০০’র বেশি রান।