লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১৫০ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন মুম্বাইয়ের আয়ুশ মাহাত্র। তার বয়স মাত্র ১৭ বছর ১৬৮ দিন। এই তরুণ ভেঙে দিয়েছেন ভারতীয় জাতীয় দলের ওপেনার জয়সওয়ালের পুরনো রেকর্ড।
ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে ১১৭ বলে ১৫টি চার ও ১১টি ছক্কায় ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আয়ুশ। এর আগে জয়সওয়ালের গড়া রেকর্ড টিকে ছিল ৫ বছর। ২০১৯ সালে মুম্বাইয়ের হয়েই ঝাড়খণ্ডের বিপক্ষে ২০৩ রানের ইনিংস খেলেছিলেন জয়সওয়াল। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৯১ দিন।
আরও পড়ুন: টানা তৃতীয়বার বর্ষসেরা আর্জেন্টিনা
তবে গত বছর আইপিএলের মেগা নিলামে আয়ুসকে দলে ভেড়াতে আগ্রাহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজিই। আইপিএলের সেই নিলামে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তার নাম ছিল। সবচেয়ে কম বয়সে নিলামে ওঠা বৈভব সূর্যবংশী দল পেলেও আয়ুশের জায়গা হয়নি কোনো দলে।
প্রসঙ্গত, নাগাল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির আগে কর্নাটকের বিপক্ষেও ৭৮ রানের ইনিংস খেলেছেন। তার আগে ভারত অনূর্ধ্ব ১৯ দলের হয়ে এশিয়া কাপে দুটি অর্ধশতকসহ ৪৪ গড়ে ১৭৬ রান করেছেন। এখন পর্যন্ত ৬ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।