অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটিতে আছেন তিনি। আর এতেই রেগে আগুন ক্রিকেট মহল। এমনকি নতুন অধিনায়কের নাম ঘোষণা করার দাবি তুলেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
স্পোর্টস টকের সঙ্গে কথা বলার সময় সুনীল গাভাস্কার ভারতীয় ম্যানেজমেন্টের কাছে স্পষ্ট দাবি করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচটি ভারতের অধিনায়কের জন্য খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি রোহিত পুরো টুর্নামেন্টে নেতৃত্ব না দিতে পারেন তাহলে তাকে অধিনায়ক না করে অন্য কাউকে দলের দায়িত্ব দেওয়া উচিত। সেক্ষেত্রে রোহিতকে একজন ক্রিকেটার হিসাবে খেলানো উচিত বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)
স্পোর্টস টকে বলেছেন, ‘অধিনায়কের জন্য প্রথম টেস্ট ম্যাচ খেলাটা গুরুত্বপূর্ণ। সে ইনজুরিতে পড়লে সেটা আলাদা, কিন্তু যদি তাকে পাওয়া না যায়, তাহলে ডেপুটি লিডার অনেক চাপে থাকবেন। আমি পড়েছি যে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্টে রোহিত শর্মা হয়তো খেলবেন না। আমি মনে করি সেক্ষেত্রে প্রথম টেস্ট ম্যাচের জন্য জসপ্রীত বুমরাহকে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দিতে হবে।’
প্রসঙ্গত, পারিবারিক কারণে ছুটি নিয়েছেন ভারতীয় এই অধিনায়ক। যেকারণে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ মিস করতে পারেন তিনি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিবেন জসপ্রীত বুমরাহ।