ভারতকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দীর্ঘ ১০ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল প্যাট কামিন্সের দল। পুরো সিরিজজুড়েই নিষ্প্রভ ছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি।
সিরিজ হারের পর রোহিত ও কোহলির টেস্ট ক্যারিয়ার এখন শঙ্কায়। পুরো সিরিজে সব মিলিয়ে মাত্র ১৯০ রান করেছেন কোহলি। আর অধিনায়ক রোহিত শর্মা তো অফফর্মের কারণে সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়েই নিয়েছেন। তিন টেস্টে তার রান মাত্র ৩১।
এমন বাজে পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে ভারতের কোচ গৌতম গম্ভীর বলেন, ‘দেখুন, আমি কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে বলতে পারি না, এটা তাদের ওপরই নির্ভর করে। তবে আমি যেটা বলতে পারি, তাদের এখনও ক্ষুধা আছে, খেলার প্রতি টানটা আছে, তারা শক্তিশালী মানুষ। এবং আশা করি তারা ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে আরও অবদান রাখবে। সর্বপরি, আমরা সবাই জানি, তারা সেই পরিকল্পনাই করবে, যা ভারতের মানুষদের স্বার্থের জন্য সবচেয়ে ভালো হবে।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হিলারি-মেসি
সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা। এ বিষয়ে ভারতের কোচ বলেন, ‘অনেক কিছুই বলা হয়েছে, কিন্তু মূল বিষয় হলো যে ব্যক্তিরা আসতে এবং যেতে পারে, তবে দল এবং দেশ সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত। আমি বিশ্বাস করি যে, প্রত্যেকেই, আমিসহ অন্যান্য খেলোয়াড়রা, ব্যক্তিগত স্বার্থের উপরে দলকে প্রাধান্য দেবে।’
তিনি আরও বলেন, ‘রোহিত শর্মা দৃষ্টান্ত তৈরি করেছেন। আমরা দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেছি, এবং এটি শীর্ষস্থান থেকে শুরু হয়। রোহিত এটি শেষ ম্যাচে প্রদর্শন করেছেন।’