নতুন বছরে পুরোনোকে পেছনে ফেলে স্বপ্ন জয়ের প্রত্যাশা সবার। আর সেই প্রত্যাশা পূরণের জন্য সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা।
বিসিবি শুভেচ্ছা বার্তায় জানিয়েছে, নতুন বছরে আনন্দ ও সমৃদ্ধি আসুক সবার জীবনে। অনেক অনেক শুভকামনা।
তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
লিটন দাস লিখেছেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতায় পেছনে ফিরে, সামনে তাকাই আশা নিয়ে। আশা করি, ২০২৫ সবার চমৎকার কাটবে।’
আরও পড়ুন: বিপিএলে ধারাভাষ্য দিলেন বিসিবি সভাপতি
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমার সব ভক্ত ও সমর্থকদের নতুন বছরের শুভেচ্ছা। ২০২৫ আপনার জীবনে বয়ে আনুক অফুরান আনন্দ, সাফল্য ও উৎসবের উপলক্ষ। আমাকে শক্তি দেওয়ায় ধন্যবাদ আপনাদের।’
তানজিদ তামিম শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘গোটা বছরটি বিজয়, উল্লাস ও অবিস্মরণীয় মুহূর্তে কাটুক, এই প্রত্যাশা সবার প্রতি। একটি নতুন শুরু ও অফুরন্ত সম্ভাবনা নিয়ে হাজির হলো ২০২৫।’