একসময় বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান আর তামিম ইকবালের গলায়-গলায় বন্ধুত্ব থাকলেও বর্তমানে তাদের সর্ম্পক অনেকটাই সাপ-নেউলের মতো। তাদের সম্পর্কের এই টানাপড়নে ফলে নিজেদের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের ক্রিকেটও।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে তার প্রমাণও পাওয়া গেছে। বিশ্বকাপের আগে দুজনের তিক্ত সম্পর্কের বিষয়টি জনসম্মুক্ষে চলে আসে। বিশ্বকাপ দলে জাগয় হয়নি তামিমের। এছাড়া তামিমকে নিয়ে সাকিবের আপত্তিকর নানা মন্তব্যের পর তাদের আর একসঙ্গে দেখা যায়নি।
আরও পড়ুন: অবশেষে জানা গেলো বিপিএলে শাকিব খানের দলের নাম
সম্প্রতি ভারতীয় ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টারকে’ দেওয়া এক সাক্ষাৎকার বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে তখন যা হয়েছে তা ভুলতে পারছেন না বলে জানিয়েছেন তামিম ইকবাল।
সাকিবরে সঙ্গে তার সম্পর্ক এখন কোন পর্যায়ে, এমন একটি প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘সম্পর্কে উত্থান-পতন থাকা স্বাভাবিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার কারণে যেন অন্য কারও ক্ষতি না হয়। আমরা দুজনই (সাকিবসহ) দেশের জন্য খেলেছি। কখনোই তাকে নিয়ে গণমাধ্যম বা অন্য কোথাও আপত্তিকর কিছু বলিনি, তাকে দোষ দেইনি।’
সাকিবের সঙ্গে তার সম্পর্কে চিড় না ধরলে এই দুই শীর্ষ ক্রিকেটারের কাছ থেকে দেশের ক্রিকেট আরও উপকৃত হতে পারত কিনা এমন প্রশ্নে অবশ্য তামিম বলেছেন, ‘হ্যাঁ, নিঃসন্দেহে। আমাদের সম্পর্ক যদি আরও লম্বা সময় টিকে থাকত, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য গেমচেঞ্জার হতে পারত।’