ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের শুরু দুর্দান্তভাবে। দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়েছে ১-০ ব্যবধানে। টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা।
বুধবার (১৮ ডিসেম্বর) টাইগারদের সিরিজ জয়ের ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ক্যারিবীয়রা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৮ ডিসেম্বর)
এক নজরে দেখে বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, মেহেদী হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ
এক নজরে দেখে ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন। গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়।