বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ তম আসরে কোমর বেঁধে নেমেছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে খেলার জন্য জাতীয় দলের খেলোয়াড় দলে ভেড়াচ্ছে তারা।
এবারের মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দেখা যাবে জাতীয় দলের তিন তারকা খেলোয়াড় জাকের আলী অনিক, জাকির হাসান ও তানজিম হাসান সাকিবকে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গতবারও সিলেটের হয়ে খেলেছিলেন জাকির ও সাকিব। এবার প্রথমবারের মতো ঘরের ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন জাকের আলী অনিক।
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে পাকিস্তান
গত মৌসুমে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেললেও এবার জাকের আলীকে সরাসরি দলে ভিড়িয়েছে সিলেট। অন্যদিকে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ‘সি’ ক্যাটাগরিতে আছেন জাকির, পেসার তানজিম সাকিব আছেন ‘বি’ ক্যাটাগরিতে।
প্রসঙ্গত, প্লেয়ার্স ড্রাফটে ১৮৮ জন ক্রিকেটারকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক কমেছে। ‘এ’ শ্রেণির পারিশ্রমিক ২০ লাখ কমিয়ে করা হয়েছে ৬০ লাখ টাকা, ‘বি’ শ্রেণির পারিশ্রমিক ১০ লাখ কমে ৪০ লাখ ও ‘সি’ শ্রেণির পারিশ্রমিক ৫ লাখ কমে হয়েছে ২৫ লাখ। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ শ্রেণির পারিশ্রমিক আগের মতোই ২০, ১৫ ও ১০ লাখ টাকা করে।