প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই আলোচনার মধ্যমণি হয়ে উঠেছেন স্কটিশ ক্রিকেটার আবতাহা মাহিন মাকসুদ। হিজাব পরে মাঠে খেলতে নেমে নজর কেড়েছেন ৫ বছর বয়সী এই লেগ স্পিনার।
৫৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৮টি ওয়ানডে খেলা এই তরুণী এরই মধ্যে হয়ে উঠেছেন অনেকের রোল মডেল, যারা তাকে দেখে বিশ্বাস করতে শিখেছেন যে, কাজের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ঠিক রাখাও জরুরী। অল্প সময়েরই ক্রিকেটার হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন আবতাহা। তার সঙ্গে কথা বলতে মুখিয়ে থাকেন পাকিস্তানি ও এশিয়ার অন্যান্য মুসলিম কিশোরীরা।
আরও পড়ুন: প্রথম ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ
দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে আবতাহা বলেন, ‘দুর্ভাগ্যবশত এমন এক ধরনের স্টেরিওটাইপ আছে যে মুসলিম নারীরা খেলাধুলা করতে পারবেন না। আমি দেখাতে চাই, এটা যে সত্যি নয়। সাংস্কৃতিক বাধা থাকতে পারে। কিন্তু ধর্মীয়ভাবে এটা কখনই কোনো বাধা নয়। বিশেষ করে আমার পরিবারে। আমার বাবা আমার এক নম্বর সমর্থক। আমি কে, আমি কী পরিধান করি এজন্য আমি যা চাই তা করতে পারবো না- আমার পরিবার কখনো এমনটা বলেনি। আমি মানুষকে দেখাতে চাই, তুমি কে, কোথা থেকে এলে, কী পরছো তা কোনো বাধা নয়।’
এই লেগ স্পিনার আরও বলেন, ‘তুমি যদি আন্তর্জাতিক ক্রিকেটার হতে চাও, বড় কিছু হতে চাও, আমি মনে করি পরিবারের সমর্থন খুবই জরুরী। আমি খুশি যে এই সমর্থনটা আমি পেয়েছি।’
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৪ ওভার বল করে ২৪ রান খরচ করলেও কোনো উইকেট পাননি আবতাহা।