হৃদরোগে আক্রান্ত হয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা নৌসাইর মাজরাউই। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউনাইটেডের শেষ ম্যাচে অর্ধেক সময় খেলানো হয় তাকে। এরপর আন্তর্জাতিক বিরতিতে মরক্কোর একাদশ থেকেও সরিয়ে নেওয়া হয় মাজরাউইকে। মূলত, হৃদরোগের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে এই তারকাকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সূত্রের বরাত দিয়ে খেলাধুলাভিত্তিক গণমাধ্যম ইএসপিএন তাদের প্রতিবেদনে উল্লেখ করে, হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন নৌসাইর মাজরাউই। তার সুস্থ হতে অনেক সময় লাগবে। আর সেরে ওঠা পর্যন্ত মাঠের বাইরেই থাকতে হবে তাকে।
আরও পড়ুন: ফেসবুক পোস্টে বিস্ফোরক দাবি ইমরুল কায়েসের
ক্লাবের সূত্র মতে, নৌসাইর মাজরাউইর সমস্যা অন্য ফুটবলারদের মতোই। আর তাকে যে সার্জারির মধ্য দিয়ে যেতে হবে, সেটাও তেমন গুরুতর নয়। খুব দ্রুতই পূর্ণ সুস্থ হয়ে সে মাঠে ফিরবে।
প্রসঙ্গত, ২০২৩ সালে বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময়েও হৃদরোগের সমস্যার কারণে তিনমাস মাঠের বাইরে ছিলেন নৌসাইর মাজরাউই। এছাড়া কাতার বিশ্বকাপের মধ্যেও করোনা রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।