দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে এটি মোহাম্মদ রিজওয়ানের দলের দ্বিতীয় সিরিজ জয়। এর আগে ২০০২ সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান।
তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ ছিল এটি। টসে হেরে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। পার্থ ক্রিকেট স্টেডিয়ামে ৩১.৫ ওভার ব্যাট করে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় অসিরা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটিই তাদের দলীয় সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৬.৫ ওভারে ম্যাচ জিতে নেয় রিজওয়ানের দল। এতে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় সফরকারীদের।
আজ অসিদের হয়ে সর্বোচ্চ রান করেছেন পেসার শন অ্যাবট। অ্যাবটের ৩০-এর সঙ্গে শেষের দিকের ব্যাটসম্যানের অবদানে ১৪০ করতে পেরেছে অস্ট্রেলিয়া। অ্যাবট ৭ম উইকেট জুটিতে জাম্পার সঙ্গে ৩০ ও ৮ম উইকেটে স্পেনসার জনসনের সঙ্গে ২২ রান যোগ করেন। ৩টি করে উইকেট নিয়েছেন আফ্রিদি ও নাসিম। রউফ নিয়েছেন ২টি, হাসনাইন ১টি। অভিষেক ম্যাচেই কুপার কনোলি ফিরেছেন রিটায়ার্ড হার্ট হয়ে।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
এক নজরে দেখে নিন দুই দলের সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩১.৫ ওভারে ১৪০/৯( অ্যাবট ৩০, শর্ট ২২, জাম্পা ১৩; আফ্রিদি ৩/৩২, নাসিম ৩/৫৪)
পাকিস্তান: ২৬.৫ ওভারেই ১৪৩/২(সাইম ৪২, শফিক ৩২, রিজওয়ান ৩০*; মরিস ২/২৪)
ফলাফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
সিরিজ: পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী