7.8 C
New York
Monday, October 27, 2025

Buy now

৪০ দল নিয়ে ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল

আগামী ১৭ নভেম্বর ৪০টি দল নিয়ে শুরু হচ্ছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। ৪০ দলের মধ্যে ঢাকা অঞ্চলের ২৪টি, চট্টগ্রাম অঞ্চলের ৮টি, খুলনা অঞ্চলের ৪টি এবং রাজশাহী অঞ্চলের ৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।

নকআউট পদ্ধতির টুর্নামেন্টটিতে দেশের ৪টি অঞ্চলকে ৮টি গ্রুপে ভাগ করে খেলা হবে। প্রথমে হবে আঞ্চলিক বাছাইপর্ব। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় হবে মূল পর্ব। এ টুর্নামেন্টের প্রচার সহযোগী এটিএন বাংলা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৪)

শনিবার (২৬ অক্টোবর) ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজন উপলক্ষে ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক প্রতিনিধি ও অধিনায়কেরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট নিয়ে শিক্ষক প্রতিনিধি ও অধিনায়কদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টুর্নামেন্টটির পরিচালনা ও টেকনিক্যাল কমিটির প্রধান এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব রেফারিজ ও সাবেক ফিফা রেফারি আজাদ রহমান।

মতবিনিময় সভায় আরও ছিলেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়ক মুনির হাসান এবং হেড অব কালচারাল প্রোগাম কবির বকুল।

আরও পড়ুন: ভারতে ঐতিহাসিক সিরিজ জয় কিউইদের

টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৪০ দলের মধ্যে মতবিনিময় সভায় ছিলেন ঢাকা অঞ্চলের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্বিবদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, উত্তরা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি; আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও অধিনায়কেরা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles